• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে মামলার বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার ঝুলগাও এলাকায় এ ঘটনা ঘটে। এ অভিযোগে থানায় জিডি করেছেন ভুক্তভোগী মামলার বাদী ঝুলগাও গ্রামের মৃত কালাচানের ছেলে মো. হিতু মিয়া (৫০)।

জিডি সুত্রে জানা যায়, মো. হিতু মিয়ার সাথে একই গ্রামের মো. রাসেল মিয়া (৩২), আবুল কাশেম (৫০), মো. এনামুল হক (৫২), মো. হাসমত আলী (৪৫) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গেল ৮ ফ্রেব্রুয়ারি প্রতিপক্ষরা জমি নিয়ে বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ নিয়ে মো. হিতু মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ মো. রাসেল মিয়াসহ ৪ জনের নামে থানায় মামলা করে। পরে মামলা তুলে নিতে ১৩ ফেব্রায়ারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মো. হিতু মিয়াকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ নিয়ে মো. হিতু মিয়া বাদী হয়ে থানায় জিডি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের ছেলে মো. সাইদুর রহমান হুমকির ব্যাপারে অস্বীকার করে বলেন, আমি শেরপুর ছিলাম আর আমার পিতা জেল হাজতে ছিলেন। তবে আমরা হুমকি দিলাম কেমনে?

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।