• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে ভূয়া দলিল দাতাকে ৫ বছরের সাজা দিয়েছেন আদালত

শেরপুরের শ্রীবরদীতে ভূয়া দলিল করে প্রতারনা করার অপরাধে দলিল দাতাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৬ অক্টোবর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম হুমায়ুন কবীর এঁর আদালত এ রায় দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মোছা. আমেনা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ষাইটকাকড়া গ্রামের মৃত শাহা আলীর ছেলে মো. আব্বাস আলী (৪৫) ও আমের আলী (৫০) এই গ্রামের মৃত ইন্তেজ আলীর স্ত্রী মোছা. আমেনা বেগমের কাছে ২০০৫ সালের ২৮৫৭ নং দলিল মুলে ২০ শতাংশ জমি বিক্রি করে। কিন্তু আমেনা বেগমের নিকট যে জমি বিক্রি করেছেন সে জমি দলিল না করে দিয়ে তাহাদের মনগড়া ভাবে দলিলে দাগ উঠিয়ে রেজিষ্ট্রী করে প্রতারনা করে। পরে ২০২০ সালের মো. আব্বাস আলী ও আমের আলী উক্ত জমিটি দখল করে নেয়।

এ ঘটনায় মোছা. আমেনা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে ৪০৬/৪২০/৪১৮/৫০৬(২) দ:বি: ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আমের আলীকে খালাস এবং মো. আব্বাস আলীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।

সাজাপ্রাপ্ত আসামী মো. আব্বাস আলী পলাতক আছে। মোছা. আমেনা বেগম বলেন, আমি বিজ্ঞ আদালতের প্রতি খুবই খুশি। মো. আব্বাস আলী আমার সাথে প্রতারনা করেছে। আমি মুর্খ মানুষ, যেভাবে দলিল করে দিয়েছিল, আমি তাই সঠিক মনে করেছিলাম। এখন আব্বাস আলীকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।