• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা হীরোর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নে বিনামূল্য ছানি রোগী বাছাই ও চোখের অন্যান্য রোগের চিকিৎসার জন্য বিনামূল্য এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও শ্রীবরদী উপজেলার কৃতি সন্তান মো আবু সালেহ মো নুরুল ইসলাম হীরোর উদ্যোগে জামালপুর ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় তাটিহাটি রিসোর্স সেন্টার মিলনায়তনে ১৭ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা শিক্ষা অফিসার মো তৌফিকুল ইসলাম, তাতীহাটী ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল হামিদ সাজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো আমিনুল ইসলাম তারা, জামালপুর ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা আহাম্মেদ সাজিদ, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মো আব্দুল্লাহ রানা সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

চক্ষু চিকিৎসক ডা আহম্মেদ সাজিদ বলেন, চক্ষু শিবিরে আগত মোট রোগীর সংখ্যা ১৫৬ জন। তন্মধ্যে মোট ছানি
অপারেশনের রোগীর সংখ্যা -৩৮ জন। তাদেরকে আগামী রবিবার ২১ আগষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তাদের ছানি অপারেশনসহ দুদিনের থাকা খাওয়া, ঔষধ, চশমা একমাসের ঔষধ দিয়ে বাড়ী পাঠানো হবে। শুধুমাত্র আসার খরচ রোগীর বহন করতে হবে।
চোখে মাংস বৃদ্ধির সংখ্যা – ১ জন। বাকী চক্ষুর সামান্য সমস্যার রোগী ১১৭ জন তাদেরকে এখানেই ড্রপ ও যাদের চশমা লেগেছে স্বল্প মূল্যে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।