• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে র্ধ্ষণের অভিযোগ, প্রেমিক আটক

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রেমিক মো. রবিউল আওয়াল ওরফে অভয় আলী (৪৫) কে আটক করেছে পুলিশ। ২৯ এপ্রিল বিকালে উপজেলার গিলাগাছা এলাকা থেকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মো. রবিউল আওয়াল শেরপুর জেলার শেরপুর সদর থানার মধ্য বয়ড়া কানাশাখোলা এলাকার মৃত মফা শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মো. রবিউল আওয়াল ওরফে অভয় আলীর বাড়ির পাশেই ওই নারীর (৩২) স্বামীর বাড়ি। পাশাপাশি বাড়ী হওয়ায় রবিউল আওয়াল ওই নারীকে প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওই নারীকে বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে।

২৯ এপ্রিল সকালে ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রবিউল আওয়াল ওই নারীকে গজনী অবকাশে বেড়ানোর কথা বলে শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের জনৈক মোছা: ঊষা বেগম বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে লোকজন না থাকার সুযোগে দ্পুুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই নারীকে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ওই নারী রবিউল আওয়ালকে বিয়ের কথা বললে রবিউল তাকে গালি গালাজ ও হুমকি দেয়। পরে ওই নারী কান্নাকাটি করলে আশেপাশের লোকজন এসে রবিউল আওয়ালকে আটক করে থানায় সংবাদ দেয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত রবিউল আওয়াল ওরফে অভয় আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।