• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে ক‌রোনাকালীন সম‌য়ে ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে আ‌র্থিক সহায়তা বিতরণ

শেরপু‌রের শ্রীবরদী‌তে করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের সম‌য়ে ক্ষ‌তিগ্রস্থ উপকার‌ভোগী প‌রিবা‌রের ম‌ধ্যে আ‌র্থিক সহায়তা ‌বিতরণ করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১১ জুন) দুপু‌রে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এস‌ডিএফ)’র আ‌য়োজ‌নে আরইএলআই প্রক‌ল্পের আওতায় উপ‌জেলার দ‌হেরপাড় শ্রীবরদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের মা‌ঠে এ অর্থ বিতরণ করা হয়।

এ‌তে প্রধান অ‌তিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন সি‌নিয়র স‌চিব (অব:) ও এস‌ডিএফ’র চেয়ারম‌্যান আবদুস সামাদ।

এসময় তি‌নি ব‌লেন, এসডিএফ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এসডিএফ সুবিধা বঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, জীবিকায়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে সরকারকে সহায়তা করে যাচ্ছে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নিলুফা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন এস‌ডিএফ’র ময়মন‌সিংহ আঞ্চ‌লিক প‌রিচালক সাইফুল ইসলাম, শ্রীবরদী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌ডিএম শ‌হিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান জু‌য়েল আকন্দ, শ্রীবরদী সদর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ফ‌রিদুজ্জামান খান ফ‌রিদ।

এস‌ডিএফ’র জেলা ব‌্যবস্থাপক স‌হিদুল ইসলা‌ম র‌বি‌নের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন এস‌ডিএফ’র জেলা কর্মকর্তা শাহ্ মো. শাহাদৎ হোসাইন, শ্রীবরদীর দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আক্তার প্রমুখ।

এস‌ডিএফ’র তথ‌্য ম‌তে, শ্রীবরদী উপ‌জেলার ৬৬‌টি গ্রা‌মের ৬হাজার ৮শ ৩৫জন সদস‌্যদের পর্যায়ক্রমে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।