• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুলের হঠাৎ জ্বালাময়ী বক্তব্য

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের কন্ঠে প্রখর রোদে হঠাৎ জ্বালাময়ী বক্তব্য শুনে থমকে দাঁড়ালো ঝিনাইগাতী উপজেলা শহরে আসা লোকজন। শ্রবন করেন তার বক্তব্য।
গতকাল বিকেলে শতশত কর্মী সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগে আসেন ঝিনাইগাতী বাজারে। এসময় তিনি ঝিনাইগাতী বাজারের চৌরাস্তা মোড়ে পথসভায় শুরু করেন, রাখেন জ্বালাময়ী বক্তব্য। তার বক্তব্য শোনার জন্য কৌতুহল সৃষ্টি হয় অনেকের মধ্যে।
কারণ গত উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর প্রথম ঝিনাইগাতীতে তিনি দলীয় নেত্রীর গুনগান গেয়ে বক্তব্য দিতে থাকেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে দেশকে অনেক উন্নয়ন করেছেন। তিনি বলেন আমি আগামীতে এমপি পদে দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে ঝিাইগাতী- শ্রীবরদীর ব্যাপক উন্নয়ন করবো।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে ২৯ ও ৩০ মে ঝিনাইগাতীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি জনসমর্থন বাড়াতে কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগন আমাকে ভোট দিয়ে এমপি বানাবেন। অপর এক প্রশ্নের জবাবে বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিবেন, তার পক্ষেই কাজ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।