• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর -১ আসন: ট্রাক প্রতীকে ভোট চাইলেন জেলা পরিষদের চেয়ারম্যান

শেরপুরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শেরপুর -১ (সদর) আসনে স্বতন্ত্রপ্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর পক্ষে প্রচারণায় নেমেছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি দেবাশীষ ভট্টাচার্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদদারী নেতৃবৃন্দরা।

শুক্রবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজারে ছানুর প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেন হুমায়ুন কবির রুমান।

জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস আর ডি আলমের সঞ্চালনায় উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির রুমান।

এসময় আরও বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব আনিছুর রহমান মন্ডল, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি ও আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল করিম, ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মাদ্রাসার সভাপতি ও আ’লীগ নেতা লুতফর রহমান, দক্ষিণ মোবারকপুরের সমাজ সেবক ও আ’লীগ নেতা শফিকুল ইসলাম মন্ডল, মৎসজীবি লীগ নেতা ও মোবারকপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন দমদমা কালীগঞ্জ মহল্লার সমাজ সেবক আরিফুর রহমান আরিফ, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ফকির মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন মিয়া, আ’লীগ কর্মী আবুল কালাম, নূরনবী, মিন্টু মিয়া, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান হৃদয়, শাওন, শামীম, মুরাদ হাসানসহ মোবারকপুর ও দমদমা কালীগঞ্জ মহল্লার প্রায় ৩শতাধিক লোকজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র চর্চার সুযোগ করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থীর সুযোগ দিয়েছেন। তাদের মধ্যে উপযুক্ত প্রার্থীকে আপনারা বেছে নিবেন। শেরপুরের পশ্চিমাঞ্চলের তেমন কোনো উন্নয়ন হয়নি আর পূর্বাঞ্চলে প্রায় সব সরকারি স্থাপনা নিয়ে যাওয়া হয়েছে। আমরা উন্নয়ন বঞ্চিত এবং একলোকের কাছে উন্নয়ন জিম্মি হয়ে আছে। এখন সময় এসেছে পরিবর্তনের। চারদিকে পরিবর্তনের ব্যপক জোয়ার উঠেছে। আর এই সুযোগটুকু জননেত্রী আপনাদের করে দিয়েছেন। সুতারাং আপনাদের প্রতি আহ্বান জানাব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন ঘটাতে ট্রাক প্রতিকে ছানোয়ার হোসেন ছানুকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।