• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর সদর সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

শেরপুর সদর সাব-রেজিষ্টার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সদর সাব-রেজিষ্টার অফিস চত্বরে ১২ জুন বুধবার বিকেলে তফসিল ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

সদর সাব-রেজিষ্টার দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. শাহ মোঃ শাহীন হাসান খান সমিতির সকল সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের উদ্দেশ্যে তফসিল ঘোষণা করেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় নির্বাচনী আপিল বোর্ড প্রধান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোসাদ্দেক হোসেন ফেরদৌসী, নির্বাচন কমিশনার যথাক্রমে এড. সুব্রত কুমার দে ভানু, সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বায়েজিদ হাসান, প্রভাষক ছানোয়ার হোসেন মিনাল প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও শতাধিক দলিল লেখক এতে উপস্থিত ছিলেন।

সদর সাব-রেজিষ্টার দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. শাহ মোঃ শাহীন হাসান খান ঘোষিত তফসিলে জানান, আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার ২০২৩ খ্রি. সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত শেরপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয় চত্বরে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ১৭ ও ১৮ই জুলাই (বিকাল ৩ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত)। মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১৮ ই জুলাই (বিকাল ৩ ঘটিকা হতে ৬ ঘটিকা পর্যন্ত), বাছাই ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়, খসরা প্রার্থী তালিকা প্রকাশ ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায়, মনোনয়ন পত্র বাতিল সংক্রান্ত আপিল ওইদিন রাত ৮ ঘটিকা হতে ৯ ঘটিকা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৯ জুলাই (বিকাল ৩ ঘটিকা হ‌ইতে ৫ ঘটিকা পর্যন্ত)। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ওইদিন সন্ধ্যা ৬ ঘটিকায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।