• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর ভেন্যুতে ময়মনসিংহকে হারিয়ে শুভসূচনা নেত্রকোনার

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ঢাকা বিভাগীয় উত্তরের শেরপুর ভেন্যুতে উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা দলকে ৭ রানে হারিয়ে শুভসূচনা করেছে নেত্রকোনা জেলা দল। ১৬ জানুয়ারি মঙ্গলবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

কুয়াশা ও ভারি শিশিরের কারণে সকালের খেলাটি খেলাটি বিলম্বে দুপুরে শুরু হওয়ায় ৫০ ওভারের পরিবর্তে ২৫ ওভার করে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে ময়মনসিংহ জেলা দল নেত্রকোনা দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নেত্রকোনা জেলা দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২৫ ওভারের খেলায় ২ বল বাকী থাকতে ১০৪ রানে অলআউট হয়। নেত্রকোনার পক্ষে ব্যাটার তানভীর ইসলাম ২৪ রান, মোসাদ্দেক হোসেন ১৮ রান করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ২১ রান।

ময়মনসিংহের ফাস্ট বোলার সাহাদ আল হোসেন ১০ রানে ৩টি এবং আলআমিন ১৬ রানে ৩টি করে উইকেট দখল। অপরদিকে, ১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল ২৫ ওভারে ৯ উইকেটে ৯৭ রানে থেমে গেলে ৭ রানের জয় নিয়ে খুশীতে মাঠ ছাড়ে নেত্রকোনার ক্ষুদে ক্রিকেটাররা। ময়মনসিংহের ব্যাটার দলের পক্ষে আওসাত আলম ২০ রান, নুমান ১৬ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ১৫ রান। তাদের ৪ জন ব্যাটার রানআউটের ফাঁদে কাটা পড়েন। নেত্রকোনার পক্ষে আদনান সামি ৬ রানে ৩টি এবং কিবরিয়া ২৭ রানে ২টি উইকেট নেন।

সকালে শেরপুরের কীর্তিময়ী ক্রীড়াবিদ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রধান অতিথি হিসেবে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডিএসএ যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক তৌহিদুল ইসলাম পাপ্পু। জেলা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বিসিবি’র সহকারি জেলা কোচ ও ভেন্যুর নির্বাচক রাফিউল ইসলাম রুমেল, আম্পায়ার মোতাহারুল শরাফ শিপন এবং ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা দলের কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ডিএসএ সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, বিসিবি’র ডেভেলপমেন্ট কমিটির বয়সভিত্তিক ক্রিকেট উপ-কমিটির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অ-১৬ ক্রিকেট টুর্নামেন্টে শেরপুর ভেন্যুতে ৩টি ময়মনসিংহ, নেত্রকোনা ও নরসিংদী জেলা দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল পরষ্পরের বিরুদ্ধে ডাবল লীগ পদ্ধতিতে খেলবে। ভেন্যুর চ্যাম্পিয়ন দল পরবর্তীতে বিভাগীয় ফাইনালে খেলবে। এদিকে, শেরপুর জেলা দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে জামালপুর ভেন্যুতে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।