• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব। ২৪ জুলাই সোমবার বিকেলে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

ওইসময় তিনি বলেন, দায়িত্বকালীন সময়ে শেরপুরকে ভালো রাখতে কাজ করেছি। অনেকটা সফলও হয়েছি। আমার এ সফলতার পেছনে সহযোগিতা করেছেন দায়িত্বশীল মহলের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও শেরপুরকে শান্ত ও ভালো রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন।

প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, বিদায়ী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, বিদায়ী প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নবনির্বাচিত প্রচার সম্পাদক তপু হারুন, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টুসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী পুলিশ সুপারকে প্রেসক্লাবের তরফ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বদলিজনিত কারণে পুলিশ সুপার হিসাবে জামালপুর জেলায় যোগদান করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।