• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর প্রি-ক্যাডেট (মেমোরিয়াল) এন্ড হাই স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠিত

শেরপুরে প্রি ক্যাডেট (মেমোরিয়াল) এন্ড হাই স্কুলে “এসো মিলি প্রাণের টানে তোমার আমার শেকড় যেখানে” এই সোগ্নান কে ধারন করে পূর্নমিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই।

উক্ত অনুষ্ঠানে মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার শেরপুর, উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মেয়র শেরপুর পৌরসভা। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে দুপুরে স্কুল মাঠে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুর্নমিলনী অনুষ্ঠানে পুরোনো ব্যাচের শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। অনেকেই দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বা সহপাঠিদের দেখতে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। অনেকেই আবার স্কুল ভবনের দেয়ালে দেয়ালে লেগে থাকা পুরোনো স্মৃতিচারণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন-জনাব মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, শেরপুর মেমোরিয়াল হাই স্কুল, জনাব মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক শ্রীবরদী টেকনিক্যাল কলেজ, জনাব এ কে এম আতিকুর রহমান আতিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, জনাব ডাঃ এম এ জব্বার প্রামানিক বিসিএস স্বাস্থ্য, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।