• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ৫০তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ক্রীড়া প্রতিবেদক :
শেরপুরে জেলা পর্যায়ে ৫০তম স্কুল-মাদ্রাসার জাতীয় শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা ৩মার্চ শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতাশেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মোকতাদিরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: মোকছেদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ।

এসময় জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ বলেন, আমাদের ছেলে-মেয়েরা মোবাইলের প্রতি আশক্তি হয়ে পড়ছে। আগে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা মুখী ছিলো তারা। কিন্তু বর্তমানে মোবাইলের প্রতি আশক্তি হয়ে পড়ায় বিপথগামী হয়ে পড়ছে ছেলে মেয়েরা। তাই এখন থেকে মোবাইল ছেড়ে খেলার মাঠে ফিরে আসতে হবে। আগে লেখা পড়া, পড়ে খেলা ধুলা। তিনি আরো বলেন, করোনায় আমাদের লেখা পড়ায় অনেক ক্ষতি হয়েছে। কাজেই আর মোবাইল নয়। এখন থেকে মোবাইলের বদলে বই হাতে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।