• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ৪ সিনিয়র আইনজীবী পেলেন সম্মাননা ॥ বারের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

শেরপুরে জেলা আইনজীবী সমিতির ৪ সিনিয়র সদস্য পেয়েছেন সম্মাননা। তারা হচ্ছেন পেশাগত জীবনে ৫০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী নিতাই লাল হোড় ও সিনিয়র আইনজীবী একিউএম ইকরামুল হক এবং পেশাগত জীবনে ৪০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী, সমিতির সাবেক সভাপতি চন্দন কুমার পাল ও সিনিয়র আইনজীবী আব্দুল খালেক।

২৯ জানুয়ারি রবিবার বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।

জানা যায়, জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে যারা পেশাগত জীবনে ৫০ বছর ও ৪০ বছর পূর্ণ করছেন, তাদেরকে সমিতির তরফ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে। এদিকে সম্মাননার মাধ্যমে সম্মানীত ও পেশাগত জীবনের দীর্ঘ সময়ের স্বীকৃতি পেয়ে ওই ৪ সিনিয়র আইনজীবী বেজায় খুশি।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর শিবলু চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি চন্দন কুমার পাল, সিরাজুল ইসলাম, একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, এমকে মুরাদুজ্জামান ও খন্দকার মাহবুবুল আলম রকিব প্রমুখ।

পরে আগামী ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী নুরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।