• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৪

শেরপুরে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় রমজান আলী নামের ৩ বছরের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার শেরপুর-ঝগরারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ বছরের ওই শিশু রমজান আলী সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার মাসুদ মিয়ার ৩ বছরের শিশু ছেলে রমজান আলী। আজ দুপুরে রাস্তার পাশে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে শেরপুর-ঝগরারচর সড়কে সিএনজির চাপায় মৃত্যু হয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। সিএনজিতে থাকা চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে শিশু রমজানকে মৃত ঘোষণা করেন। আর আহত চারজন জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, শিশুটির মরদেহ পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সিএনজিকে খাদে পায়। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।