• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে স্বতন্ত্র প্রার্থী ছানুর পথসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের নিউ মার্কেট তার নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় নেতা আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণ পরিবর্তন চায়, এজন্য চারদিকে ট্রাক প্রতীকের জোয়ার উঠেছে। বর্তমান এমপি আতিউর রহমান আতিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং আ’লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। যার কারণে দলীয় নেতাকর্মীরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই নতুন বছরের ৭ই জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীকে জয়ী করার চ্যালেঞ্জ ছুঁড়েন।

যুবলীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, পৌর কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, চরমোচারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন, হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, এডভোকেট সুব্রত দে ভানু, জেলা মহিলা লীগের সভাপতি শামছুন নাহার কামাল, কৃষক লীগ নেতা আব্দুল কাদের, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বায়জিদ হাসান, যুবলীগ নেতা আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব ইয়াকুব, ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, ব্যবসায়ী গোপাল সাহাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।