• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

 

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে জেলায় কর্মরত সাংবাদিক, পুলিশ সদস্য ও তাদের পরিবার, সিভিল স্টাফ, আউটসোর্সিং স্টাফদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
সোমবার (৪ মে) দুপুরে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত দরবার হলে সামাজিক দূরত্ব মেনে  এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সাংবাদিকদের সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো গ্লাভস, মাস্ক, সাবান, মধু, ভিটামিন সি, ডি- ৩, জিঙ্ক ট্যাবলেট ও ইফতার সামগ্রী।
পরে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পিপিইসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন, ফেইস শিল্ড, আই প্রোটেক্টর, ব্লিচিং পাউডার, স্যাভলন/ডেটল, সাবান, হেক্সিসল, ফ্লাস্ক, ইলেকট্রিক কেটলি, ওয়াটার কনটেইনার, স্প্রে মেশিন, ডি-ইনফেক্টেড চেম্বার, মধু, মাল্টা, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক ট্যাবলেট, হটপড ও নগদ প্রণোদনা।
এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশ ও সিভিল স্টাফদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হলো। এবার দেওয়া হলো সাংবাদিক ও পুলিশ সদস্যদের পরিবারের মাঝে। করোনা পরিস্থিতিতে জনগণকে সেবা দিতে গেলে নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর করোনা পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। আইন-শ্ঙ্খৃলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা তুলে ধরে পুলিশকে সহায়তা করছেন। এজন্য তাদের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে পুলিশের পক্ষ  থেকে ঔষধসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হলো। আমরা সবাই মিলে যেন শেরপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি- এ প্রত্যয় নিয়ে কাজ করব। আমাদের সেই কাজে থাকবে সাংবাদিকদেরও অংশীদারিত্ব।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেরক– এম সুরুজ্জামান শেরপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।