• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবুজ বাঁচাও ফুটবল খেলার আয়োজন

দেশীয় গাছ লাগাই, জীবন বাঁচাই এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজ বাঁচাও ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব।

যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন। যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, সবুজ আন্দোলন নারী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আক্রামুজ্জামান, সদর উপজেলা সবুজ আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাহিদুল খান সৌরভ, শেরপুর শহর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পরশমনি, খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার, সৃষ্টি হিউম্যান রাইটস এসোসিয়েশনের সভাপতি আলমগীর আল আমীন হারুনসহ আরো অনেকে।

খেলাটি পরিচালনা করেন রাশেদ নাজিব। ধারা বিবরনীতে ছিলেন, হৃদয় জাহান জিয়া।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় ট্রাইবেকারে ৪-৩ গোলে যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। শিরোপার উল্লাসে মাতে খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন খেলার অতিথি ও আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।