• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সংখ্যা লঘু ও ব্যবসায়ীদের সাহস দিতে দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নেতারা

গত ৫আগষ্ঠ আওয়ামীলীগ সরকার পতনের পর শেরপুরের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এ নিয়ে আতংক বিরাজ করছিল। ব্যবসায়ি ও সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতি কারি ও নেশাগ্রস্থ যুবক মিথ্যা রাজনৈতিক পরিচয়ে কয়েকটি বাসাবাড়ীতে চাঁদার দাবি করেছে। এমন খবর আসতে থাকলে নড়েচরে বসে শেরপুর জেলা বিএনপি নেতারা।

আজ ৭ আগষ্ট বুধবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারন সম্পাদক হযরত আলী বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সারা শহরে টহল দিয়েছেন। সাধারন সম্পাদক নিজে হ্যান্ড মাইকে সবাইকে নিশ্চন্তে দোকান খুলে ব্যবসা বাণিজ্য করার আহবান করেছেন।বিশেষ করে সংখ্যালঘু হিন্দু এলাকায় এ প্রচারনা করা হয়েছে।

স্লোগান দেওয়া হয়, হিন্দু মুসলিম সকলে, রবো মারা টহলে।

অপর দিকে বিএনপি ঘরনার পেশাজীবি শিক্ষক, সাংবাদিক, সাবেক ছাত্র দলের বেশ কিছু নেতা, পুরহিত হিন্দু নেতাসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ঠজনদের নিয়ে মন্দিরে মন্দিরে যান। মন্দিরের পুরহিতদের খোজ খবর নিয়ে পূজা পার্বনের বিষয় আশয় নিয়ে কথা বলেন। নির্বিগ্নে ধর্ম চর্চ্চা করতে সবাইকে উৎসাহিত করেন। কোন রকম সমস্যা মনে হলেই যোগাযোগের জন্য কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া হয় হিন্দু ধর্মালম্বিদের।পূজারিরা জানিয়েছেন আতংক থাকলেও কোন সমস্যা এখন পর্যন্ত হয়নি। শিক্ষার্থী আন্দোলনকারি ও ছাত্র দলের নেতাকর্মীরা নিয়মিত খোজ নিচ্ছে। রাজনৈতিক ও পেশাজীবিদের এমন উপস্থিতি সবার আতংক অনেকটা কাটিয়ে দিয়েছে বলে জানিয়েছে ব্যবসায়িরা।

পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাকন রেজা, আবু হানিফ, মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম সৌরভ। শিক্ষক সাইফুল ইসলাম রানু, এনজিও কর্মকর্তা কৃঞ্চ দে, জেলা পুরহিত কমিটির সভাপতি বিজয় চক্রবর্তি, কৃঞ্চ চক্রবর্তি, সন্দিপ চক্রবর্তি, সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ভিপি, বিপ্লব দাম ঠান্ডু, জিতেন্দ মজুমদার, খন্দকার পনির, মহাদেব সাহা, বিদ্যুৎ দাম।

সনাতনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রলয় চাকি, উদ্দভ ঘোষসহ অসংখ্য হিন্দু ধর্মালম্বি মানুষজন। ভিন্নমাত্রার এই আয়োজনটি করেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক, জৈষ্ঠ্য প্রভাষক মাসুদ হাসান বাদল। বিষয়টিকে সাধারন মানুষ সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।