• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন

শেরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে শেরপুর পৌরসভাধীন মৃত্তিবাড়ী মাঠে প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা।

উদ্বোধনী খেলায় ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে ১০০ মিটার, ২০০ মিটার, ৮০০ মিটার ও ১ হাজার মিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ও উপজেলা পর্যায় ১৪ জানুয়ারি ২০২৩ হতে ২৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত এবং জেলা পর্যায়ে ১ ফেব্রুয়ারি ২০২৩ হতে ৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আন্তঃস্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

কামারেরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কারন আমরা প্রত্যন্ত এলাকা থেকে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পেরেছি।

ফসিউল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মেরাজ উদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তৃণমূলে এত সুন্দর টূর্নামেন্টের আয়োজন করার জন্য। আমরা আশা করি শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস থেকে একসময় জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।

এসময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন। তার নামকরনে শেখ কামাল এথলেটিকের যাত্রা শুরু। এই প্রতিযোগীতা থেকে সারাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শরিফুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।