• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত

দিনব্যাপাী নানা কর্মসূচীর মধ্যদিয়ে শেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। কর্মসূচীর অংশ হিসেবে আজ ৫ আগষ্ট শুক্রবার সকাল দশটায় জেলা কালেক্টরেট এর সামনে বঙ্গবন্ধু ও শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করা হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা স্কাউটস, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা জাতীয় মহিলা সংস্থাসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পূষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ এ জেড এম মোর্শেদ, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক পিপি এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপেজলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বৃক্ষ রোপন, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ, গাছের চারা রোপন ও শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা ফুটবলদল ও নেত্রকোনা ফুটবলদলের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।