• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ বলেছেন, লিগ্যাল এইড হচ্ছে সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। এজন্য প্রান্তিক জনগোষ্ঠির আইনী সেবা নিশ্চিত করতে সবাইকে সেবা ও মানবিক মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। তিনি ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।

তিনি বলেন, লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে উপজেলা ও ইউনিয়ন ইউনিটগুলো সক্রিয় করতে হবে। এর মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে লিগ্যাল এইড বা সরকারি খরচায় আইনী সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে হবে। বাড়াতে হবে ব্যাপক জনসচেতনতা। তবেই লিগ্যাল এইডের কার্যক্রম আরও সফলতার মুখ দেখবে।

সভায় নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, সমস্যা বা অপরাধের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে কাজ করতে হবে। সেই সাথে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে লিগ্যাল এইডের সেবা পৌঁছে দিতে হবে। তবেই সরকারের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। সেই সাথে কমবে মামলাজট ও দুর্ভোগ।

আর ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালামত উল্লাহ বলেন, এ অঞ্চলের মামলা মোকদ্দমার চিত্র দেখে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। কাজেই অপরাধের মূল কারণ চিহ্নিতকরণ সাপেক্ষে তার উৎপাটন ছাড়া অপরাধ কমবে না। তিনি লিগ্যাল এইড কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) গোলাম মাহবুব খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, জেল সুপার মো. হুমায়ুন কবির খান, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

সভায় যুগ্ম জেলা জজ-১ এসএম মাসুদ জামান, যুগ্ম জেলা জজ-২ ইসমেত জিহানসহ অন্যান্য বিচারকমণ্ডলী ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার ও লিগ্যাল এইড কমিটির অন্যতম সদস্য মোনালিসা বেগম পিপিএমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই ও আগস্ট মাসে ওই অফিসে মোট ৪৪টি মামলার আবেদন পড়ে এবং তার মধ্যে ৯টি মামলার সফল নিষ্পত্তি হয়েছে। একই সময়ে এডিআর এর আবেদন পড়ে ৮০টি। তার মধ্যে নিষ্পত্তি হয় ২৭টি, আর নথিজাত হয় ৩২টি আবেদন। এছাড়া একই সময়ে ২২৫ জন ব্যক্তিকে দেওয়া হয়েছে আইনী পরামর্শ।
অন্যদিকে একই সময়ে এডিআর এর মাধ্যমে ৪৩ লক্ষ ৯৭ হাজার টাকা আদায় করে পক্ষগণের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে আরও ৪৫ লক্ষ ২২ হাজার টাকা আদায়ের চুক্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।