• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে মুজিব ভক্ত ইমামের বঙ্গবন্ধুর নামে কোরআন খতম

এম সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের প্রত্যন্ত গ্রামের এক মুজিব ভক্ত হাফেজ মো. সাইদুর রহমান নামে মসজিদের ইমাম পবিত্র রমজান মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরআন খতম দিচ্ছেন।
শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চখরার চর গ্রামের মধ্যপাড়া খানবাড়ি জামে মসজিদের ইমামের চাকুরি করেন। তিনি সম্প্রতি কোরআন এ হাফেজ পড়াশোনা শেষ করে ওই মসজিদে চাকুরি নিয়েছেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলার বেড়াপাথালিয়া গ্রামে। তিনি ছোট বেলা থেকেই একজন মুজিব ভক্ত লোক। তিনি গত বছরের ১০ অক্টোবর স্থানীয় এমপি’র মাধ্যমে তার স্ত্রীর জন্য চিকিৎসার সাহায্য চেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করলে প্রধান মন্ত্রীর ত্রাণ ও ক্যালাণ তহবিল থেকে তার আবেদন মঞ্জুর হয় এবং তিনি পঞ্চাশ হাজার টাকার চেক পান।
সেই থেকে মুজিব পরিবার ও মুজিবের প্রতি আরো ভক্ত হয়ে কিছু একটা করার চিন্তা থেকেই তিনি বর্তমানে প্রতিদিন মসজিদে বসে তেলোয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরআন খতম দিচ্ছেন। আগামী ২৭ রোজার দিন তার খতম শেষ করা হবে বলে তিনি জানায়।
হাফেজ মো. সাইদুর রহমান বলেন, কেবলমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার জন্যই আমার এ কোরআন খতম দেওয়ার চিন্তা করেছি। আমার আর কোন কিছুর চাওয়া-পাওয়া নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।