• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

শেরপুরে মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও প্রাইজমানির চেক বিতরণ করা হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইসমানি ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ১৮ মার্চ শুক্রবার সকালে সদর উপজেলার হলরুমে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে এসব বিতরন করেন।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন ও স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির সৌজন্যে অনুষ্ঠিত মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০২১ এর পুরস্কার ও চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির নব নির্বাচিত সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মানিক দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, ইউপি চেয়ারম্যানদের পক্ষে লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মানিক দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথিসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইসমানি ও ক্রেস্ট প্রদান সহ জাতীয় দলের ফুটবলার জহির রায়হান কে অনুদানের চেক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।