• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লাসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস এক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় করোনা মহামারিতে সরকারের নির্দেশনা অমান্য করে কামারেরচর ইউনিয়নের মর্ডান পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করায় সেই প্রতিষ্ঠানের মালিককে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাবস্থ্য করে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনকে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানী পাড়া এমএম পাবলিক স্কুলকে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়ার্স একাডেমী স্কুলকে একই ধারায় দোষী সাব্যস্থ করে ৫ হাজার টাকা সহ ৪৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী শিক্ষা প্রতিষ্ঠানের মালিকগণ তাদের জরিমানা টাকা পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, সিএ আ. মুন্নাফ, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।