• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস টুর্নামেন্ট উদ্বোধন॥

শেরপুরেবীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারী সোমবার রাতে শহরের পৌরপার্ক সংলগ্ন টেনিস কোর্টে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায়নারী এককে সামান্থা সরাসরি ৬-০ গেমে ঐশীকে পরাজিত করেন। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ।

এসময় প্রধান আলোচক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.বি সিদ্দিক, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পুসহ টেনিস খেলোয়াড় ও ক্রীড়ামোদিরাউপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিনআহমেদ ফাউন্ডেশনেরআয়োজনে এ টুর্নামেন্টে বিভিন্ন বয়সের ৩ টি ক্যাটাগরিতে ১২ টি দল এবং মহিলা একক ও দ্বৈতে ৪ টি দল অংশ গ্রহন করছে। পরবর্তিতে বিজয়ীরা এই টুর্নামেন্টের আওতায় শেরপুর টেনিস কোর্ট ভেন্যুতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।