• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, শেরপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি সুব্রত কুমার দে, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক রতন কুমার সাহা, সদস্যসচিব সুতপা দত্ত, নন্দ সাহা প্রমুখ।

পরে অধ্যাপক শিবশঙ্কর কারুয়া রচিত ও মলয় মোহন বল নির্দেশিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি মঞ্চস্থ হয়। এতে দেবী দুর্গা ও মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে তন্বী সরকার ও চন্দন কুমার সাহা। এ ছাড়া বিভিন্ন ভূমিকায় আরও অভিনয় করেন প্রিয়তোষ সরকার, শুভ্র সাহা, শম্ভু কালোয়ার, প্রদীপ ঘোষ, নারায়ণ দাম, শুভ ঘোষ, সুশান্ত দে, সুদেব ঘোষ, দেবকী সরকার, স্বপ্ন কারুয়া, অভয় সাহা, আরাধ্য সাহা প্রমুখ। গীতি নাট্যালেখ্যে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি পাঁচ শতাধিক দর্শক উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।