• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ২০২২ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোর্সের সাথে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

বিশেষ অতিথি ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য। এছাড়াও সাংষ্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন শেরপুরের পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেরপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন পদস্থ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে বার্ষিক পুলিশ সমাবেশ ২০২২ উপলক্ষে নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়। নৈশ্যভোজের আগে পুলিশ লাইন্স মাঠে জমকালো আতশবাঁজি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।