• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ফুটবল ফাইনালে মানিক মিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

শেরপুরে উৎসবমুখর পরিবেশে গোরীপুর মৈত্রীবাড়ী প্রিমিয়ার লীগের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শুক্রবার বিকেলে শহরের মৈত্রীবাড়ী মাঠে আয়োজিত টুর্নামেন্টে মানিক মিয়া স্মৃতি সংসদ ৩-১ ইয়াসিন স্মৃতি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার প্রথমার্ধের শুরুতেই শান্তর গোলে এগিয়ে যায় মানিক মিয়া স্মৃতি সংসদ। পরে প্রথমার্ধের শেষের দিকে ইয়াসিন স্মৃতি ক্লাবের পক্ষে মিস্টার গোল করে খেলায় সমতা ফেরান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে খেলাটি। দ্বিতীয়ার্ধের শেষের পাঁচ মিনিটে ফেরদৌস ও রিপনের দুই গোলে এগিয়ে যায় মানিক মিয়া স্মৃতি সংসদ। পরে আর গোল আর পরিশোধ করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ইয়াসিন স্মৃতি ক্লাব। খেলায় ১ গোল ও ১ এসিস্ট করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন শান্ত।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্র‍ধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবির রুমান। খেলার সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ নিজাম উদ্দিন নিজাম।
খেলায় নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ এমদাদুল হক মাস্টার, ৬নং ওয়ার্ডের কাউন্সিল কামাল হোসেন, সমাজসেবক আলম মিয়া গুতু, খোরশেদ আলম মোকাদ্দেছ, রফিকুল ইসলাম, জামিল হোসেন সরকার, এডভোকেট আক্রামুজ্জামান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।