• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আধুনিক প্রযুক্তিনির্ভর ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি নিউজ টোয়েন্টিফোরের সংবাদ, টকশোসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন দ্রুত সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিউজ টোয়েন্টিফোর আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সময়ের প্রতিনিধি সাবিহা জামান শাপলা। অনুষ্ঠানে স্¦াগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, কালেরকণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভির প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, এসএ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল প্রমুখ।

ওইসময় সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বিজয় টিভি প্রতিনিধি জিএম আজফার বাবুল, মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, চ্যানেল এস প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল ২৪ প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ফজলুল কবীর সুরুজ, ডা. হাফিজুর রহমান লাভলু, তপু সরকার হারুন, কাজী মাসুম, আমিনুল ইসলাম রাজু, বুলবুল আহম্মেদ, সুলতান আহম্মেদ, জয়ন্ত দে, রাজাদুল ইসলাম বাবু, হাসানুল বান্না সিফাতসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।