• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে নারী উদ্যোক্তা সম্মীলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে নারী উদ্যোক্তা সম্মীলন করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ৯ মার্চ শনিবার শহরের নিউমার্কেট ভর্তাবাড়ী হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ নারী উদ্যোক্তা সম্মিলনে অতিথি হিসেবে প্রণোদনামুলক বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সফল উদ্যোক্তা সাবিহা জামান শাপলা, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ব্যবসায়িক সফলতা অর্জনের কৌশল, অনলাইন মার্কেট প্লেস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সফল উদ্যোক্তা হওয়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ কাজে লাগানোর বিষয়ে পেশাদার কর্তাব্যক্তিরা ধারণা প্রদান করেন। এসময় আইসিটি দপ্তরের স্মার্ট বাংলাদেশ ব্র্যান্ড এম্বাসেডর ও আইটি টাচ উদ্যোক্তা ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আইএফআইসি পিএলসি শেরপুর ব্র্যাঞ্চের ঋণদান কর্মকর্তা ওমর সানি, উদ্যোক্তা ও প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু, শেরপুর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা জেলা জাতীয় মহিলা সংস্থার পরিচালনা কমিটির সদস্য আঞ্জুমান আলম লিপি উদ্দীপনামুলক বক্তব্য রাখেন।

জনউদ্যোগ শেরপুর কমিটির আহŸায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি লুৎফুন্নাহার, ব্যবসায়ী হারান সাহা, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, ব্র্যাক শেরপুর সদর ব্র্যাঞ্চের ব্যবস্থাপক পঞ্চমী দেব রুমা, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান যোগান। এতে অনলাইনভিক্তি নারী উদ্যোক্তা নেটওয়ার্ক উই’ এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি-এর সার্বিক সহযোগিতায় এ নারী উদ্যোক্তা সম্মীলনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।