• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে নারী উদ্যোক্তাদের মাঝে ২০ লাখ টাকার প্রশিক্ষণ ভাতা বিতরণ

শেরপুর তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও ২০ লাখ টাকার প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসম্বর ) বিকেলে শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার হলরুলে এ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।

শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সোজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কমকর্তা- মরিয়ম সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

জেলা কমকর্তা মো: মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুইশ’ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৪ টি ট্রেডে উপজেলার দুইশ’ জন নারী আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে সম্মানী হিসেবে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকা প্রদান করা হয়।

শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা বলেন, এখানে প্রশিক্ষন গ্রহণ করার মাধ্যমে নারীরা স্বাবলম্ভী হয়ে উঠছে। আবার কেউ চাকুরী করে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আমাদের প্রশিক্ষন গ্রহণ করে নিজেদের কর্মকরে খেতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।