• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে টিসিবির কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি শুরু

শেরপুরে ওএমএস ও টিসিবির কার্ডধারীদের মাঝে ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। আজ সকালে শেরপুর জেলা শহরের নবীনগরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, জেলা খাদ্র্য নিয়ন্ত্রক কমকর্তা মো: আল ওয়াজিউর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার এক লাখ ১০ হাজার ৭৯ জন দরিদ্র টিসিবি কার্ডধারীরা প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মাসে দুইবার চাল পাবেন। এর আগে টিসিবি কার্ডধারীরা ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি পেতেন। এখন থেকে এসব পণ্যের সাথে চালও পাবেন। জেলায় মোট ১৬টি ওএমএস ডিলার পয়েন্টের মাধ্যমে এ কার্যক্রমটি পরিচালনা করা হবে।

জেলার সদর পৌরসভার ৫টি, নকলা পৌরসভায় ৩টি, নালিতাবাড়ী পৌরসভায় ৩টি, শ্রীবরদী পৌরসভায় ৩টি এবং ঝিনাইগাতী উপজেলা সদরে ২টি কেন্দ্রের মাধ্যমে চাল বিক্রয় করা হবে। কেন্দ্র প্রতি দৈনিক বরাদ্দ ২ মেট্রিক টন। শুক্র ও শনিবার এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৫ দিন করে এ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শেরপুর জেলা প্রশাসন খাদ্য বিভাগের সহযোগিতায় খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসন দরিদ্র মানুষদের মূল্য সহায়তা প্রদানের সকল কার্যক্রম চলমান রাখবে।

জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, খাদ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শেরপুর জেলা প্রশাসন খাদ্য বিভাগের সহযোগিতায় খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসন দরিদ্র মানুষদের মূল্য সহায়তা প্রদানের সকল কার্যক্রম চলমান রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।