• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন

‘পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের শীতলপুর এলাকার একটি চালকলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক সুকল্প দাস বলেন, দেশে-বিদেশে তুলসীমালা চালের ব্যাপক চাহিদা রয়েছে।তাই এই চাল উৎপাদনে কৃষকদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি তুলসীমালা চাল উৎপাদনকারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এই চালের মূল্য সংযোজন ও বাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভোক্তারা যাতে গুণগতমানসম্পন্ন চাল কিনতে পারেন তার জন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্যোগে এই চাল বিপণনের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুরে উৎপাদিত তুলসীমালা চালকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।