• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জাতীয় পার্টি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী মনির মতবিনিময়

আসন্ন দ্বাদশ নির্বাচনে শেরপুর ১ আসন থেকে জাতীয় পার্টি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হক মনির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল হক মনি উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেরপুর জেলা জাতীয় পার্টির সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক। শুক্রবার ২৫ আগষ্ট দুপুরে শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের তালুকপড়া গ্রামে মনির নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুঠোফোনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (মঞ্জু) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেরপুর-১ আসনের সাবেক এমপি শাহ মো. রফিকুল বারী চৌধুরী।

সভায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হক মনি।

জাতীয় যুব সংহতির সভাপতি আসাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সভাপতি আব্দুল হালিম, ঝিনাইগাতি উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফারুক আহমেদ, জেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক এস এম আশরাফ, শহর জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক এনামুল হক, ঘুঘুরাকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফা, বাজিতখিলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, কামারের চর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক বাবুল মিয়া, জাতীয় পার্টির অন্যতম নেতা আব্দুল মুন্নাফ মিয়াসহ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

সভায় জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হক মনি বলেন, শেরপুর ১ আসনের ১৪ ইউনিয়ন। বিগত দিনে অনেকেই ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু কেউ চরাঞ্চলের অবহেলিত মানুষের কথা ভাবেনি। এবার সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যদি জাতীয় পার্টি থেকে আমি মনোনয়ন পাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হই। তাহলে বৃহত্তর চরাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিব। এ বছর চরাঞ্চলে এমপি নিতে না পারলে আগামী ৫০ বছরেও এ এলাকায় এমপি আনতে পারবেননা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।