• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ঈদুল আজহার জামাত কোথায় কখন

ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১০ জুলাই রবিবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশের ন্যায় শেরপুরেও ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।

শেরপুর শহরের বেশিরভাগ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা ও ৯টার মধ্যেই। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায় ও ৯টায়। আর আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত একই সময়ে অনুষ্ঠিত হবে জেলা কালেক্টরেট জামে মসজিদে। জেলার প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মদ।

এছাড়া মাইসাহেবা জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে পৌণে ৯টায়, তেরাবাজার মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল ৮টায়, নবীনগর মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে ৯টায়, খোয়ারপাড় শাপলাচত্বর ঈদগাহ মাঠ সকাল ৯টায়, জেলা কারাগার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাগরাকসা তালুকদারবাড়ী জামে মসজিদে সকাল ৮টায়, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কসবা কাঠঘর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, রাজার কাচারী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, শীতলপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ঢাকলহাটি মসজিদে নূরে সকাল সাড়ে ৮টায়, সজবরখিলা মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে সকাল ৯টায়, দমদমা কালিগঞ্জ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, মোবারকপুর কইনাপাড়া ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায়, দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ ও দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, রাজবল্লতপুর দারুন নাঈম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম শনিবার দুপুরে ওই সময়সূচির বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ঈদগাহ মাঠ কমিটির সাথে সমন্বয় করে ওই সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেলা তথ্য অফিসসহ বিভিন্ন মাধ্যমে নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।