• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে আয়নাল হক (২২) নামে এক ব্যাটারিচালিত ইজিহবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আয়নাল হক স্থানীয় মনো ফকিরের ছেলে।

জানা যায়, ইজিবাইক চালক আয়নাল মাঝে মধ্যে বিড়ির ভেতর গাঁজা ভরে খেতো। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের মেম্বার মান্নান মিয়া আয়নালকে বেদম মারধর করে। এর আগে প্রতিবেশী আহসান নামে এক যুবকের বিরুদ্ধে আয়নালকে মারধরের অভিযোগ উঠে। পরপর দু’দিন মারধরের শিকার হয়ে আয়নাল মানসিকভাবে বেসামাল হয়ে পড়েন। পরে রাগে-অভিমানে সে শুক্রবার সকালে গলায় দড়ি পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়লে তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে দুপুর ২টার দিকে আয়নালের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল করে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে ইউপি সদস্য মান্নান মিয়া আয়নালকে মারধর করার কথা অস্বীকার করে বলেন, এটা মিথ্যা কথা। ওই ছেলে বাবা-মাকে অত্যাচার করে। তাই তারা আমার কাছে বিচার চেয়েছিল। আমি তাদের চেয়ারম্যানের কাছে যেতে বলেছি।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বলেন, যুবকের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

সুত্র: শ্যামলবাংলা২৪ডটকম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।