• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন হুইপ আতিক

শেরপুরে শো-রুম, ঔষুধ ফার্মেসীসহ নয়টি দোকান পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকার দলীয় হুইপ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে হুইপ আতিক ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা প্রদান করেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের ৯টি দোকানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। পরে হুইপ আতিক ওই ৯টি দোকানের মালিককে ১০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা প্রদান করেন।
পরিদর্শনকালে সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে দোকান পুড়ে যাওয়ার খবর শুনে সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। পরে তিনি ওইসব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে আসেন।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হতে পারে। শেরপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।