• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উদার ॥ শেরপুরে হুইপ আতিক

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও উদার রয়েছে। এজন্য সরকার এ শিক্ষার উন্নয়নে কাজ করছে।

ইতোমধ্যে ক্বওমী শিক্ষার দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। এবতেদায়ী শিক্ষাকেও প্রাথমিক শিক্ষার আদলে গড়ে তোলা হচ্ছে। তিনি ১১ এপ্রিল সোমবার বিকেলে সদর উপজেলার ১৬০টি ক্বওমী মাদ্রাসার সুপার ও সহকারী সুপারদের নিয়ে শহরের বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

হুইপ আতিক বলেন, জননেত্রী শেখ হাসিনা তার প্রচণ্ড দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন। তার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে-বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরাও বিশেষ ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ফখরুল মজিদ খোকন।

মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ সদর উপজেলার বিভিন্ন ক্বওমী মাদ্রাসার সুপার, সহকারী সুপার ও হাফেজগণ।

পরে দেশ, জাতি ওমুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা ও মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর এক ইফতার মাহফিলে শরিক হন অতিথিসহ উপস্থিত সকলে।

এদিকে একইদিন বিকেলে ঐতিহ্যবাহী তেরাবাজার জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।