• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয়পর্ব আন্ত:জেলা ময়মনসিংহে শুরু মঙ্গলবার

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব আন্ত:জেলা (ময়মনসিংহ বিভাগ) শুরু হচ্ছে।

উদ্বোধনী দিনে ফুটবল তরুণ ময়মনসিংহ জেলা বনাম শেরপুর জেলা দল এবং নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে ফুটবল তরুণী ময়মনসিংহ জেলা বনাম শেরপুর জেলা দল এবং নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

রফিক উদ্দিন স্টেডিয়ামে সকাল ১১টায় খেলার উদ্বোধন করবেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মমতাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব আন্ত:জেলা (ময়মনসিংহ বিভাগ) শুরু হচ্ছে।

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব ৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। তন্মেধ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ফুলবল-১৭-১৮ জানুয়ারি, এ্যাথলেটিকস-১৯ জানুয়ারি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। অপরদিকে শেরপুরে ব্যাডমিন্টন ও দাবা খেলার প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।