• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করা হচ্ছে। সবাই যেন দক্ষ যোগ্য মানুষ হতে পারে ও দেশের সুনাগরিক, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে পারে। শিক্ষার্থীরা যেন শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সে লক্ষ্যেই এ পরিবর্তন আনা হচ্ছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ২৭৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভবন পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সত্য স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, স্কুল প্রতিষ্ঠাতার ছেলে লন্ডন প্রবাসী আনছার উদ্দিন, তার মেয়ে সুজানা আনছার, স্কুলের প্রধান শিক্ষক খুরশেদ আলম, উপজেলার তারাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আরিফ রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল করিম প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রীকে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগে তিনি সরকারি আরকে উচ্চবিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের শীতকালীন খেলার উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি মুক্তাগাছা মহাবিদ্যালয় ও সরকারি শহীদ স্মৃতি কলেজের নির্মিত ভবন পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন সরকারি কলেজর অধ্যক্ষ আলী ইদ্রিস ও মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার সাহা। অনুষ্ঠান শেষে তিনি দেশীয় পিঠার স্বাদ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।