• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শিক্ষার্থী ঝরেপড়া রোধে সকলকে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

স্কুল পর্যায়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে সকলকে কাজ করার তাগিদ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ স্কুলসমূহের মনিটরিং করে থাকেন। মানসম্মত শিক্ষা অব্যাহত রাখা ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও প্রাণীবিভাগসহ অন্যান্য কর্মকর্তাগণ যখন মাঠপর্যায়ে কাজে যান তখন তাদের সেখানকার স্কুলেও যেতে হবে। শিক্ষার্থীদের ভালো পরামর্শ দিতে হবে। এতে তাদের উৎসাহ বাড়বে, পড়া-লিখায় বেশী মনযোগী হবে। তাদের হাতেই স্মার্ট বাংলাদেশ গঠণের দায়িত্ব বর্তাবে। সবাই মিলে চেষ্ঠা করলে প্রত্যাশিত মেধা-সম্পন্ন জাতি পাবে দেশ।

নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবে মঙ্গলবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল কবির খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, সিংধা ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম উদ্দিন তালুকদার, চিরাম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার বারহাট্টা উপজেলায় নির্মিত আনসার ব্যারাক উদ্বোধন এবং আশ্রয়ণ প্রকল্পের ঘর ও অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।