• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধন সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাবিষয়ক বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা বাইরে কোথায়ও পড়তে গেলে সেখানে অনেক কিছু তারা বুঝতে পারে যা বেড়াতে গিয়ে বোঝা যায় না। আমরা চাই বিদেশি শিক্ষার্থীরাও আমাদের দেশে পড়তে আসুক। আবার ভালো সুযোগ নিয়ে আমাদের শিক্ষার্থীরাও বিদেশে পড়তে যাক। আমি আশা করি বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। একই সঙ্গে আমরা দক্ষিণ এশিয়ার নাগরিক এবং দক্ষিণ এশিয়ার যে সংস্কৃতি তাকেও আমরা ভালোবাসি।’

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যসহ যেসব কমন সমস্যা আছে আপনারাই সেগুলোকে মোকাবিলা করবেন। আমরা সবাই এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করব। আপনাদের সবার মধ্যে বন্ধুত্ব তৈরিতে এই স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন ভালোই কাজে দেবে। আমরা সবাই একসঙ্গে উন্নত দক্ষিণ এশিয়ার জন্য কাজ করব।

অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের একে অন্যের দেশে পড়াশোনা করার বিষয়টি এক ধরনের বিনিয়োগও বটে যা দুই দেশের সুন্দর সম্পর্ক বৃদ্ধির একটা বড় মাধ্যম। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন ব্যবসা, স্টার্টআপ এবং বাণিজ্য ইত্যাদি বিষয়গুলো আরও বাড়বে। এছাড়া স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন আমাদের দুই দেশের পরবর্তী প্রজন্মের পরস্পরের মাঝে যোগাযোগ বাড়ানো এবং তাদের নিজেদের উপকৃত হওয়ার বড় একটা সুযোগ।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।