• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শিক্ষক মারধরের ঘটনায় শেরপুরে কর্মবিরতি ও মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের মারধরের প্রতিবাদে সারাদেশের মতো কর্মবিরতি পালন করেছে শেরপুরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রোববার সরকারি কলেজের শিক্ষকরা সকাল ১১টা থেকে কলেজের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন।

শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সঞ্চালনায় ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ছফিউল্যাহ, শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ বিভাগের যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক খান প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণ এবং সেশন ফির সকল টাকা অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও কতিপয় শিক্ষার্থী এ নিয়মের বিরুদ্ধাচরণ করে এবং জোর পূর্বক পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করে খাতাপত্র ছিনিয়ে নেয়। কলেজের শিক্ষকদের ওপর হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও অভিযোগ পাওয়ার পরও পুলিশ কর্তৃপক্ষ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এসময় দ্রুত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী ও ঘটনার বিচার দাবী করেন।

আয়োজকরা বলেন, গত ৮ জুন দুপুর ১২টায় গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কলেজের ক্যাশ শাখায় ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোসাইন এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মো. আবু রেজোয়ানকে মারধর করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আকতার হোসেনকেও গালাগালি ও মারধর করা হয়। পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদেরও বের করে দেয়। এর প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সারা দেশের সরকারি কলেজের শিক্ষকরা এই মানব বন্ধন ও কর্মবিরতি পালন করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।