• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শহরে আবারও গ্রীলকাটা ও তালাভাঙ্গা চোরের উপদ্রব বৃদ্ধি

ময়মনসিংহ শহরে আবারও গ্রীলকাটা ও তালাভাঙ্গা চোরের উপদ্র’র বাসার গ্রীল কেটে তছনছ, আতংকে এলাকাবাসীব বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহের পুলিশ সুপারের সাবেক স্টেনোগ্রাফার মতিউর রহমানের বলাশপুরস্থ কাশবন আবাসিক এলাকার বাসার দোতলায় গ্রিল কেটে চোর ঢুকে। চোরেরা ৪টি কক্ষের আলমারি, খাটের ড্রয়ার, ওয়ারড্রব এর তালা ভেংগে তছনছ করে। এ ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

মতিউর রহমান জানান, এসময় তার ছেলে মেয়েরা ঢাকায় অবস্থান করায় ওই কক্ষগুলো খালি ছিল। ইতোপূর্বে ওই এলাকায় এধরণের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। কিছু দিন আগে বাকৃবি তে চাকুরীরত একজন কর্মকর্তা কে চোর ধাক্কা দিয়ে ফেলে আহত করে। এলাকাবাসী সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য ওসি কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ এর নিকট দাবি জানায়। এলাকার জনগন চোরের উপদ্রবে আতংকে আছে। এলাকাবাসী আশা করে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, পুলিশ সুপারের সাবেক স্টেনোগ্রাফারের বাসায় গ্রীল কেটে ও তালা ভেঙে এমন দুঃসাহসিক চুরি সংঘটিত হয়ে গেছে, আর অন্য সাধারণ মানুষের বাসাবাড়ির লোকজন নিরাপত্তাহীনতায় আতংকিত হয়ে পড়েছে।

এ দিকে কোতোয়ালি মডেল থানায় ইন্সপেক্টর তদন্ত ফারুক আহমেদ জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।