• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শর্ট সার্কিট থেকে বগুড়ায় বসতবাড়িতে আগুন, শিশু আহত

বগুড়ায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পৌর এলাকার ফুলবাড়ি উত্তরপাড়ার এক বাসা-বাড়িতে আগুন লেগে মো. সোয়াদ (৫) নামের এক শিশু আহত হয়েছে।

আহত সোয়াদ ঐ এলাকার মো. আলমের ছেলে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন৷ তিনি জানান, শনিবার বিকেলে ফুলবাড়ি উত্তরপাড়ার আব্দুর রউফের বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে আলন নামের এক ব্যক্তি পরিবারসহ বসবাস করেন। আলমের স্ত্রী শিশু সোয়াদকে একা বাড়িতে রেখে অন্য সন্তানকে নিতে কোচিং এ যান। এই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা শিশু সোয়াদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই শিশুর দুই পায়ের তালু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে প্রায় আধাঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত এই বাসা-বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় এক শিশু হতাহতসহ ও প্রায় ১ লাখ টাকার মত মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।