• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

লঞ্চে ভাড়া দ্বিগুণ করার দাবি, আজই সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়

কিলোমিটার প্রতি আরও ২ টাকা ৩০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। সোমবার (৮ আগস্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সাথে এক আলোচনা সভায় এ দাবি জানায় তারা।

এদিন দুপুরে ভাড়া বাড়ানোর দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাথে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। বৈঠকে যাত্রী ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য আগে প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সার স্থলে আরো দুই টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার দাবি ওঠে।

সেইসাথে ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে প্রতি কিলোমিটার এর দূরত্বের জন্য বর্তমান দুই টাকার স্থলে আরো দুই টাকা বাড়িয়ে চার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা।

বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল জানান, তারা যেই ভাড়ার প্রস্তাব করেছেন সেটা অবশ্যই বেশী দাবি। তবে আজকের মধ্যেই নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে, যেটা অবশ্যই যৌক্তিক হবে।

সচিব বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব যেটা দেয়া হবে সেটার সাথে লঞ্চ মালিকদের প্রস্তাব সমন্বয় করে ১০ তারিখ প্রজ্ঞাপন জারি করবে নৌ পরিবহন মন্ত্রণালয়। এরপর থেকে কার্যকর হবে নতুন ভাড়া। এর আগে পর্যন্ত আগের ভাড়ায় চলবে সব ধরনের নৌযান।

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ রোববার (৭ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব পাঠান। দাবি বাস্তবায়ন হলে বর্তমানে ১০০ কিলোমিটারের মধ্যের গন্তব্যে লঞ্চ ভাড়া ২৩০ টাকা হলে সেটি বেড়ে ৪৬০ টাকা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।