• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রেনের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলো পিএসজি

লিগ ওয়ানে রেনের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। পয়েন্ট হারানোর শঙ্কায় মাওরোসিও পচেত্তিনোর দল। এমন সময়ে দলের প্রাণভ্রমরা লিওনেল মেসির মাপা পাসে বল পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। গোল করতে ভুল করলেন না ফরাসি এই ফরোয়ার্ড।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে শেষ মুহূর্তের ওই গোলেই রেনেকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগে এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। শেষবার তারা রেনের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। আগের ম্যাচে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লিলেকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও এলোমেলো ফুটবল খেলেছে পিএসজি। তারা প্রথম সুযোগ পায় ৩৪তম মিনিটে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের নেওয়া শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। বিরতির এমবাপের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডার ত্রাওরের পায়ের লেগে পোস্টে লাগে।

৬২তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এমবাপে। ইউলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বল ডি-বক্সে নিয়ে বাইরে মেরে দেন ফরাসি তারকা। পরের মিনিটে তিনি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে স্বস্তির গোল পায় পিএসজি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির বাড়ানো বল বাঁ দিকে পেয়ে নিচু শটে জালে জড়ান এমবাপে। এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। রেনের পয়েন্ট ৩৭, তারা লিগ টেবিলে পঞ্চম অবস্থানে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।