• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ৯ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক বনায়নের ৯ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গারো পাহাড়ের বালিজুড়ী রেঞ্জের বিট কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে। আট বছর দায়িত্বে থাকার পর সম্প্রতি তাঁর বদলির পর বেরিয়ে আসে এ তথ্য। আর এখন পাওনা টাকার জন্য ঘুরছেন সামাজিক বনায়নের অংশীদার চার শ পরিবার।

সম্প্রতি রবিউল ইসলাম বদলি হলে দেখা যায়, ৯ কোটি ৩১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়েই চলে গেছেন তিনি। এরমধ্যে সাড়ে চার কোটি টাকার রশিদ পাওয়া গেলেও বাকি টাকার কোনো রশিদ পাওয়া যায়নি।

সামাজিক বনায়নের অংশীদারেরা টাকার দাবিতে মানববন্ধন করেছেন এরইমধ্যে। তাঁদের অভিযোগ, সামাজিক বনায়নের গাছ কাটার টাকা নিয়ে সাদা কাগজে রশিদ দিতেন রবিউল ইসলাম। এ ছাড়া অবৈধভাবে পাহাড়ের গাছ কাটা, পরিচিত ব্যবসায়ীদের বাকিতে গাছ কাটার সুযোগ দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কাছে ফুল টাকা জমা নিয়ে লট কাটার ট্রাক বের হওয়ার অনুমতি দেন রবিউল। ট্রাক বের হওয়ার এক কাগজ, টাকা জমা নেওয়ার অন্য কাগজ দিতেন তিনি। এই দুই প্রকার কাগজের জন্য ওনাকে টাকা দিয়েছি। এভাবেই দিয়ে আসছি অনেক আগে থেকে। টাকাটা ওনাদের হাতে দেওয়ার পরে ওনারা একটা রশিদ দেয়।’

ওই ব্যবসায়ী বলেন, ‘রশিদটা অনেক সময় ফটোকপি করেও দিতেন রবিউল। পরে ওরা বাগানটা বুঝিয়ে দিলে গাছ কাটার পর বিক্রির জন্য একটা আন্তজেলা চলাচল পাস দেয়। এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। কিন্তু এবার চেকপোস্টে পাস দেখিয়ে টাকা জমা দেওয়ার কথা বললে, তারা জানান তাদের কোনো টাকা জমা দেওয়া হয়নি।’

সামাজিক বনায়নের এক উপকারভোগী বলছেন, ‘আমরা যখন বাগান করি নিজস্ব খরচে করি। বাগান করার পরে আমরা রক্ষণাবেক্ষণ করার পর ১০ থেকে ১২ বছর পর বাগানটা নিলাম হয়। যখন নিলাম হয় তখনও আমরা সহযোগিতা করি। তিন হাজার করে টাকা দিয়েও মার্কিং কাজ করি। এর পরও আমরা টাকাটা পাই নাই। কিন্তু আমরা এখন শুনছি যে, আমাদের টাকা নাকি জমা হয় নাই। আমাদের কথা হলো বাগান কাটার পরও টাকা জমা হয়নি কেন’।

স্থানীয় আরেক ভুক্তভোগীর অভিযোগ, ‘বাগান বেচলেও আমরা টাকা পাইনি। এখন শুনছি আমাদের বাগান নাকি বিক্রি করে টাকা নিয়ে রবিউল টাকা নিয়ে পালিয়েছে।’

এরইমধ্যে বিভাগীয় তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় বরখাস্ত করা হয়েছে রবিউল ইসলামকে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘এখানে প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকার একটা দুর্নীতি পাওয়া গেছে। এটা নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিভিশনাল তদন্ত কমিটি রিপোর্ট সম্ভবত সাবমিট করে দিয়েছে। আমাদের তদন্ত কাজটা চলমান আছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশমতে আমরা থানায় এজাহার দাখিল করি। পরে এটি দুদকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। সেখানে কাজ সম্ভবত চলমান আছে। উপকারভোগী যারা আছে তাদের শঙ্কার কিছু নেই। এটা এখন একটা এমন অবস্থায় চলে গেছে টাকাটা আদায় হবে এবং সম্পূর্ণ টাকায় আদায় হবে। আর উপকারভোগীদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। টাকাটা ওঠার পর তারা পাবে।’

জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ফরিদপুরে নতুন কর্মস্থলেও যোগ দেননি রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।