• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রুপপুরের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার জাহাজ

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২তম চালানের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইসানিয়া।

২৬ জুলাই বুধবার দুপুর আড়াইটায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি এসে ভেড়ার পর শুরু হয় মালামাল খালাসের কার্যক্রম। এবারের চালানে এক হাজার ২৭০ দশমিক ৪০ মেট্রিক টন বিভিন্ন মেশিনারিজ পণ্য রয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার লজিস্ট্রিক শিপিং লাইন্স কর্তৃপক্ষ জানায়, গত ২ জুলাই রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্যগুলো বোঝাই করে। সেখান থেকে রাতে নৌপথে ৩/৪টি সাগর পাড়ি দিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি ইসানিয়া নামের রুশ পতাকাবাহী জাহাজটি।

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জন্য এবারের ৫২ তম চালানের জাহাজে আনা ৪৪২টি প্যাকেজে এক হাজার ২৭০ দশমিক ৪০ মেট্রিক টন স্টিল ষ্টাকচার, ট্রান্সমিটার ও বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে। বন্দর জেটিতে নোঙ্গরের পর বুধবার বিকালের পালা থেকে পণ্য খালাসের কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ। আবহাওয়া অনুকুলে থাকলে জাহাজের পন্য খালাস করতে সময় লাগবে মাত্র ৩/৪ দিন বলে জানায় এ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। খালাস করা এসকল মেশিনারিজ পণ্য বন্দর জেটির পৃথক সেডে ডাম্পিং করে রাখা হচ্ছে। পরে পণ্যগুলো ট্রাক ও পন্য বহনকারী গাড়ী যোগে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা মেশিনারিজ জাজাজ শুরু থেকে এ পর্যন্ত ৫২টি জাহাজ বোঝাই করে মোট ৮৪ হাজার ৮৯৮ মেট্রিক টন যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে।

এ পন্যগুলো বন্দর জেটিতে খালাসের পর গাড়ী বোঝাই করে সড়ক পথে নেয়া হবে পাবনায় নির্মাণাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে। কনভেয়ার লজেষ্ট্রিক শিপিং লাইন্স’র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সালেহ আহমেদ শিবলী মন্ডল জানান, আমাদের কোম্পানী রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে যতগুলো জাহাজ মোংলা বন্দরে খালাস হয়েছে তা সুন্দর ও সঠিক ভাবে খালাস করে তা প্রকল্প এলাকায় পৌঁছে দিতে পেরেছি। বর্তমানে যে জাহাজটি থেকে পণ্য খালাস করছি সে মালামালও আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস করে রাশিয়ার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।