• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রাসায়নিক সারে উর্বরতা হারাচ্ছে জামালপুরের ফসলি জমি

অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার ও জমিতে বার বার একই ফসল আবাদ করায় উর্বরতা হারাচ্ছে জামালপুরের ফসলি জমি। সার ব্যবহারে সাময়িকভাবে ফসল ভালো হলেও মাটির উর্বরতা হারিয়ে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। জমির উর্বরতা বাড়াতে চুন ও জৈব সার ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের।

জামালপুরের মেলান্দহের ছবিলাপুর গ্রামের কৃষক মোস্তফা। তার ৫২ শতাংশ জমিতে ৩০ বছর আগে যে পরিমাণ সার লাগতো এখন লাগছে ৬ গুণ বেশি। তিনি জানান, দিন দিন কমে যাচ্ছে জমির উর্বরতা।

কৃষক মো. মোস্তফা বলেন, ‘আমার বয়স যখন ৭-৮ বছর। তখন আমরা ৫২ শতাংশ জমির মধ্যে সার দিছি ১০ থেকে ১২ কেজি। এখন সার লাগে ৬০-৭০ কেজি। এরপরে জমির উর্বরতা শক্তি অনেক কমে যাচ্ছে। সার দিতাছি তাও কাজে আসতাছে না। সামনে যে কি হবে আল্লাহ’ই ভালো জানে।’

মোস্তফার মতো অন্য কৃষকরাও বলছেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে উর্বরতা হারাচ্ছে জমিগুলো। দীর্ঘ মেয়াদে বিপর্যয়ের আশঙ্কা তাদের।

কৃষক আলম মিয়া বলেন, ‘এখন সার, বিষ প্রচুর পরিমাণে লাগতাছে। তবে আবাদ নিচের দিকে যাচ্ছে। জমি দুর্বল হয়ে গেছে।’

আরেক কৃষক মোফাজ্জল হক বলেন, ‘মাটির উর্বরতা একেবারে কম হয়ে গেছে। সার, বিষ বেশি লাগতাছে। এই কারণে পোকা আক্রমণ করতাছে। আগে কম লাগছিল সার।’

কৃষক আকবর আলী বলেন, ‘কৃষি বিভাগের উচিত প্রত্যেকটা কৃষকের সচেতনতা বৃদ্ধি করা। জমির উর্বরতা কীভাবে ফিরে আসবে। সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দিলে হয়তো জমির উর্বরতা ফিরে আসবে। সার, বিষ, কীটনাশক অনেকটাই কম লাগবে।’

মাটির উর্বরতা বাড়াতে জমিতে চুন ও জৈব সার ব্যবহারের পাশাপাশি একই জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদের পরামর্শ মৃত্তিকা ও কৃষি বিভাগের।

জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান বলেন, ‘জমিতে বছরে একবার অন্তত চুন এবং জৈব সার প্রয়োগ করলে আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি এবং আমাদের ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি হবে।’

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাখাওয়াত ইকরাম বলেন, ‘এক জমিতে এক মৌসুমে ধান, পরবর্তী মৌসুমে পাট বা পরবর্তী মৌসুমে সবজি যদি করে। তাহলে মাটির বিভিন্ন গভীরতা থেকে তারা খাদ্য সংগ্রহ করবে বিভিন্ন ফসল। সেই ক্ষেত্রে দেখা গেছে যে জমির স্বাস্থ্য এবং মাটির উর্বরতা। বিভিন্ন গভীরতার লেভেলে উর্বরতা শক্তিটা ঠিক থাকবে।’

জেলায় ১ লাখ ৫৫ হাজার ১৭৪ হেক্টর ফসলি জমির গড় পিএইচ ৬ দশমিক ১। যেখানে উর্বর মাটির জন্য প্রয়োজন ৬ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৩ পিএইচ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।